Odwiedzone strony:
GET:http://www.chttimes24.com/archives/37922
http code: 200
Zrzut ostatniej (http://www.chttimes24.com/archives/37922) :
মানিকছড়িতে পাড়া-মহল্লায় চলছে সাংগ্রাই উৎসবের আতিথিয়েতা | Online News Paper of CHT

মানিকছড়িতে পাড়া-মহল্লায় চলছে সাংগ্রাই উৎসবের আতিথিয়েতা

mm॥ আবদুল মান্নান,মানিকছড়ি ॥

রবিবার সাংগ্রাই উৎসবের ৩য় দিন। সাংগ্রাই ৩য় দিনে ‘সাংগ্রাইং’ চুড়ান্ত শুভামন ঘটার দিন। এ দিনে মারমারা বুদ্ধকে ছোয়াইং দান,ফুল পূজা, প্রদীপ পূজাসহ শীল পালন ও পিতা-মাতা,গুরুজনদের পূজা অর্ঘ্য প্রদান করেন।

ওই দিন ‘জিংবুদ্ধিবা ক্যইং’(পৃথিবী) কে স্বাক্ষী রেখে ‘তরোবোয়ে’(সংঘ দানের জন্য যা প্রয়োজন হয়) ও ‘পিদিসা’ (কল্পতরু) সাজিয়ে দান  করা হয়। জন্ম-জন্মান্তর ,স্বর্গ সুখ ও সর্বোপরি নির্বাণ সুখ লাভের কামনা করে থাকে। আর পাড়া-মহল্লা ও গ্রামে-গঞ্জে তরুণ-তরুলীরা দলে মেতে উঠেন মহা আনন্দে।

আনন্দের অংশ হিসেবে মানিকছড়ি উপজেলার রাজপাড়া, তিনটহরী,বড়ইতলী,ময়ূরখীল,ধর্মঘর ও বড়বিলসহ উপজাতি লোকালয়ে ঘরে ঘরে চলছে আতিথিয়েতা। রবিবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা’র ধর্মঘরস্থ বাসায় আয়োজন করা হয়েছে পাঁচন পরিবেশন অনুষ্ঠান।

এতে উপস্থিত ছিলেন, ইউএনও বিনিতা রানী, অফিসার ইনচার্জ আবদুর রকিবসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানসহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক। এ সময় উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা ও তাঁর সহধর্মিনী  অতিথিদের পাঁচন পরিবেশনসহ খোঁজ-খবর নেন।

Leave a Reply